ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

খেলা

হকির সাধারণ সম্পাদক সাঈদকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, আগস্ট ১৭, ২০২০
হকির সাধারণ সম্পাদক সাঈদকে অব্যাহতি মমিনুল হক সাঈদ

দীর্ঘ দিন ফেডারেশনে অনুপস্থিত থাকার অভিযোগে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে গত বছর বছর ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় তার নাম উঠে আসে।

এরপর থেকেই আত্মগোপনে রয়েছেন তিনি।

সাঈদের অব্যহতির বিষয়টি সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমে নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ আদেল। সাঈদের অব্যহতির বিষয়টি ইতোমধ্যে তার বাসার ও ব্যক্তিগত মেইলে জানিয়ে দেওয়া হয়েছে।

আদেল বলেন, ‘গতকাল (রোববার) সভাপতি পাঁচ জন সহ-সভাপতির সঙ্গে বসেছিলেন। ফেডারেশনের গঠণতন্ত্র অনুযায়ী সহ-সভাপতিদের সঙ্গে আলোচনা করে সভাপতি বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। মমিনুল হক সাঈদ দীর্ঘ দিন ফেডারেশনের মিটিংয়ে অনুপস্থিত। দীর্ঘদিন সাধারণ সম্পাদক মিটিংয়ে অনুপস্থিত থাকায় তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ’

মমিনুল হক সাঈদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।