ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

খেলা

তিন-চার মাস বসে ছিলাম, এটা নতুন একটা অভিজ্ঞতা: শান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৯, জুলাই ২৫, ২০২০
তিন-চার মাস বসে ছিলাম, এটা নতুন একটা অভিজ্ঞতা: শান্ত নাজমুল হোসেন শান্ত

করোনা ভাইরাসের কারেণ গত কয়েকমাস ঘরবন্দি হয়ে ক্রিকেটারদের সময় পার করতে হয়েছে। ক্রিকেটাররা এক প্রকার হাঁপিয়ে উঠেছিলেন।

গত ১৯ জুলাই থেকে আগ্রহী ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই অনুশীলনে যোগ দিয়েছেন জাতীয় দলের তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

শনিবার অনুশীলন শেষে শান্ত জানিয়েছেন, এই কয়েক মাস ক্রিকেটের বাইরে থেকে নতুন এক অভিজ্ঞতা হয়েছে তার। তবে দীর্ঘ দিন পর অনুশীলনে ফিরতে পরে বেশে আনন্দিত এই বাঁহাতি ব্যাটসম্যান।

শান্ত বলেন, ‘অনেক ভালো লাগছে, অনেকদিন পর মাঠে এসে অনুশীলন করতে পারলাম। এরকম আগে কখনোই হয়নি যে বাসায় তিন-চার মাস বসে ছিলাম। এটা নতুন একটা অভিজ্ঞতা ছিল। কিন্তু অনেকদিন পর মাঠে এসে অনুশীলন করতে পেরে অনেক আনন্দিত, খুব উপভোগ করেছি। ’

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।