ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

খেলা

প্রথমবার বাবা হলেন উসমান খাজা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৪, জুলাই ২৫, ২০২০
প্রথমবার বাবা হলেন উসমান খাজা স্ত্রী ও কন্যার সঙ্গে খাজা

উসমান খাজা এবং তার স্ত্রী র‌্যাচেলের ঘর আলোকিত করে এসেছে তাদের প্রথম সন্তান। বৃহস্পতিবার (২১ জুলাই) কন্যা সন্তানের বাবা হয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যান।

 
 
বাবা হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন খাজা। নিজের অফিসিয়াল ইন্সটাগ্রামে স্ত্রী ও সাদা পোশাকে মোড়ানো কন্যা সন্তানের ছবি পোস্ট করে ৩৩ বছর বয়সী তারকা লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম সন্তান আইশা’র জন্য খুবই কৃতজ্ঞ ও আনন্দিত। তার বাবার মতো সেও (সন্তান) ঠান্ডাকে ঘৃণা করে!’

২০১৮ সালের এপ্রিলে সানসাইন কোস্টে র‌্যাচেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খাজা। গত ফেব্রুয়ারি অজি ব্যাটসম্যান তার স্ত্রীর সন্তান জন্ম দিতে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন।  

খাজা তার প্রথম সন্তানের নাম রেখেছেন আইশা রাহিল খাজা।  

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।