ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

খেলা

সেপ্টেম্বরে শুরু ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, জুলাই ২৫, ২০২০
সেপ্টেম্বরে শুরু ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম সেপ্টেম্বরে শুরু প্রিমিয়ার লিগের নতুন মৌসুম

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে সব দলের ম্যাচ বাকি আছে আর মাত্র একটি। এবার ২০১৯/২০ মৌসুম শেষ হওয়ার আগে আসন্ন মৌসুমের সূচি জানিয়ে দিল ইপিএল কর্তৃপক্ষ।

 

আগামী ১২ সেপ্টেম্বর শুরু হবে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ আসরের ২০২০/২১ মৌসুম। শেষ হবে ২১ মে। শুক্রবার (২৪ জুলাই) এই সূচি জানানো হয়।  

অধিকাংশ ক্লাব এবার নতুন মৌসুম শুরুর আগে বিরতি পাচ্ছে ৭ সপ্তাহের। মূলত ৮ আগস্ট নতুন মৌসুম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে চলতি আসর শেষ করতে হচ্ছে দেরি করে। তার কারণে নতুন মৌসুমের সূচিও পিছিয়ে দেওয়া হয়েছে।  

করোনার কারণে মার্চে সব ধরনের ফুটবল আসর স্থগিত করা হয়। তিন মাস পর দর্শকশূন্য মাঠে ফের শুরু হয় প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো। এবারের আসরের শিরোপা জিতেছে লিভারপুল। গত মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে পয়েন্ট ব্যবধানে পেছনে ফেলে রেকর্ড ৭ ম্যাচ বাকি থাকতে ৩০ বছর পর প্রিমিয়ার লিগ জিতে অলরেডরা।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।