ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

খেলা

দ্বিতীয়বারের পরীক্ষাতেও করোনা নেগেটিভ মোহাম্মদ আমির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, জুলাই ২৩, ২০২০
দ্বিতীয়বারের পরীক্ষাতেও করোনা নেগেটিভ মোহাম্মদ আমির মোহাম্মদ আমির

দ্বিতীয়বারের মতো কোভিড-১৯ পরীক্ষাতেও নেগেটিভ ফল এসেছে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের।  

বৃহস্পতিবার (২৩ জুলাই) খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ‘পাক ট্রিবিউন’।

 

মঙ্গলবার (২১ জুলাই) প্রথমবার করোনা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একদিন পরেই দ্বিতীয় পরীক্ষা দেন আমির। তাতেও উতরে গেলেন বাঁ-হাতি পেসার।

আমির ছাড়াও দু’বারের পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে মোহাম্মদ ইমরানের। যার কারণে এই দুই পাকিস্তানি বোলারের ইংল্যান্ড সফরে থাকা মিসবাহ-উল-হকের দলের সঙ্গে যোগ দিতে আর কোনো বাধা থাকছে না।  

ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমির ও ইমরানের ইংল্যান্ড সফরে যাওয়া নিয়ে আয়োজন শুরু করে দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।