ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

খেলা

ব্ল্যাক লাইভস ম্যাটার সমর্থনে শুরু ইংল্যান্ড-উইন্ডিজ টেস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, জুলাই ৮, ২০২০
ব্ল্যাক লাইভস ম্যাটার সমর্থনে শুরু ইংল্যান্ড-উইন্ডিজ টেস্ট ব্ল্যাক লাইভস ম্যাটার সমর্থনে শুরু ইংল্যান্ড-উইন্ডিজ টেস্ট

অবশেষে দীর্ঘ ১১৭ দিন পর মাঠে গড়াল আন্তর্জাতিক ক্রিকেট। করোনা ভাইরাস পরবর্তী ক্রিকেটে মাঠে নামল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।

সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্টে বুধবার (০৮ জুলাই) প্রথম দিনের খেলা শুরু হয়েছে।  

যদিও বৃষ্টির কারণে মধ্যাহ্ন বিরতির পর টস হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নতুন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তবে ৩ ওভার খেলার পর ফের বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। আর এ সময় ১ রানে এক উইকেট হারায় স্বাগতিকরা। ডম সিবলিকে বোল্ড করে ফেরান শেনন গ্যাব্রিয়েল।

এই টেস্টে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যা স্মরণে নিজেদের জার্সিতে ব্ল্যাক লাইভস ম্যাটার লিখে মাঠে নামেন ক্যারিবীয়রা। এমনকি ম্যাচ শুরুর আগে দু’দলের ক্রিকেটার ও আম্পায়াররা হাঁটু গেড়ে  ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন সমর্থন করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।