ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

খেলা

শুটিংয়ে শাকিল ষষ্ঠ, সুলতানা চতুর্থ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪১, এপ্রিল ৯, ২০১৮
শুটিংয়ে শাকিল ষষ্ঠ, সুলতানা চতুর্থ .

অস্ট্রেলিয়ায় চলমান গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রৌপ্য জিতে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন আব্দুল্লাহ হেল বাকী। শুটিংয়েই পৃথক ইভেন্টের ফাইনালে ওঠা লাল-সবুজ পতাকাবাহী শাকিল আহমেদ ও উম্মে সুলতানার পদক জেতা হয়নি।

ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনাল রাউন্ডে ষষ্ঠ হন শাকিল। এর আগে অষ্টম স্থানে থেকে কোয়ালিফিকেশন রাউন্ড রাউন্ড পার করেছিলেন ২২ বছর বয়সী এই শুটার।

বেলমন্ট শুটিং সেন্টারে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে চতুর্থ স্থান অর্জন করেন ২৪ বছর বয়সী সুলতানা। কোয়ালিফিকেশনে ৪১০.৫ স্কোর করে ছিলেন ষষ্ঠ পজিশনে। আটজনের ফাইনাল রাউন্ডে জায়গা হয়নি দশম হওয়া বাংলাদেশের আরেক প্রতিযোগী সাইদা হাসানের।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ৯ এপ্রিল, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।