ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে ভলিবলের আন্তর্জাতিক আসর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, ডিসেম্বর ২১, ২০১৬
শুরু হচ্ছে ভলিবলের আন্তর্জাতিক আসর

বছর ‍ঘুরে আবারও ঢাকায় শুরু হচ্ছে ভলিবলের আন্তর্জাতিক আসর। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে পর্দা...

ঢাকা: বছর ‍ঘুরে আবারও ঢাকায় শুরু হচ্ছে ভলিবলের আন্তর্জাতিক আসর। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে পর্দা উঠবে ‘বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০১৬’-এর।

পাঁচ দলের আসরের উদ্বোধনী ম্যাচে বিকেল ৪টায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপ-নেপাল।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৩ ডিসেম্বর নেপালের বিপক্ষে। ২৫ ডিসেম্বর কিরগিজস্তান ও ২৬ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে লড়বে লাল-সবুজের দল।

২০১৫ সালের মে মাসে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। চ্যাম্পিয়ন হয় তুর্কমেনিস্তান। টুর্নামেন্টের রানার্স আপ হয় মালদ্বীপ। সাত দলের আসরে পঞ্চম হয়েছিল বাংলাদেশ।

ভলিবলের প্রসারে এশিয়াকে ছয়টি অঞ্চলে ভাগ করে টুর্নামেন্টটি করছে এশিয়ান ভলিবল কনফেডারেশন। মধ্যাঞ্চলের খেলা ঢাকায় আয়োজিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। ছয় দিনের এ আসরের পর্দা নামবে ২৭ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ০৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।