ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

খেলা

তুর্কিশ ক্লাবের অধিনায়ক ও কোচ ইতো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, ডিসেম্বর ১৬, ২০১৫
তুর্কিশ ক্লাবের অধিনায়ক ও কোচ ইতো স্যামুয়েল ইতো

ঢাকা: ক্যামেরুনের সাবেক তারকা ফুটবলার স্যামুয়েল ইতো গত বছর দেশের জার্সি তুলে রেখে অবসর নেন। চলতি মৌসুমে ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়া থেকে তুরস্কের ক্লাব আনতালাইসপোরে যোগ দেন বার্সেলোনার সাবেক স্ট্রাইকার ইতো।



এবারে নতুন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ৩৪ বছর বয়সী ইতো। ক্যামেরুনের হয়ে ১১৮ ম্যাচ খেলা এ স্ট্রাইকার আনতালাইসপোরে অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি ক্লাবের কোচ হিসেবেও বাড়তি দ্বায়িত্ব পালন করবেন।

তুর্কিশ ক্লাবটিতে ইতো ২০১৫ সালের জুনে তিন বছরের চুক্তিতে যোগ দেন। দলটির হয়ে ১১ ম্যাচ খেলে ক্যামেরুনিয়ান এ তারকা ৯টি গোল করেছেন। এর আগে তিনি রিয়াল মাদ্রিদ, এসপানিওল, বার্সা, ইন্টার মিলান, চেলসি, এভারটনের মতো বিখ্যাত ক্লাবে খেলেছেন।

ক্লাব পর্যায়ে ৬৫৫ ম্যাচে ৩১৮ গোলের মালিক ইতোর সঙ্গে আনতালাইসপোরে সহকারী কোচ হিসেবে থাকবেন দলটির টেকনিক্যাল ডিরেক্টর মেহমেট উগুরলু।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ১৬ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।