ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

খেলা

ইব্রার নেতৃত্বে মেসি-রোনালদো-জিদানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৮, ডিসেম্বর ১২, ২০১৫
ইব্রার নেতৃত্বে মেসি-রোনালদো-জিদানরা ছবি: সংগৃহীত

ঢাকা: ‘আমার কোনো রক্ষণভাগের ফুটবলার দরকার নেই, আমার চাই শুধুমাত্র আক্রমণভাগের ফুটবলার’ কথাটি বলেছেন ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইনের গোলমেশিন খ্যাত জ্লাতান ইব্রাহিমোভিচ।

সুইডেনের তারকা এ স্ট্রাইকার কোনো দলের কোচের ভূমিকায় থেকে নন, নিজের স্বপ্নের একাদশ সাজাতে গিয়ে এমন মন্তব্য করেছেন।



পাঁচ সদস্যের স্বপ্নের দল সাজাতে গিয়ে ইব্রা নিজেকে অধিনায়কের পদে বসিয়েছেন। তিনি দলের সদস্যদের মাঝে দুইজন অ্যাটাকিং মিডফিল্ডারকে রেখেছেন।

ইব্রা ছাড়াও এ দলের বাকি সদস্যরা হলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো, ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার রোনালদিনহো আর ফ্রান্সের সাবেক তারকা মিডফিল্ডার জিনেদিন জিদান। বর্তমান সময়ের সেরা দুই তারকা ব্রাজিল অধিনায়ক নেইমার আর পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো ইব্রার দলে জায়গা পাননি।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ১২ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।