ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

খেলা

লুইজের একাদশে মেসি-নেইমার-আইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, ডিসেম্বর ৬, ২০১৫
লুইজের একাদশে মেসি-নেইমার-আইমার ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিল তারকা ডেভিড লুইজের স্বপ্নের একাদশে জায়গা পেয়েছেন দেশটির বর্তমান ফুটবল সেনসেশন নেইমার। বার্সেলোনার হয়ে খেলা নেইমার ক্লাব সতীর্থ আর্জেন্টাইন লিওনেল মেসিকে নিয়ে লুইজের একাদশের আক্রমণভাগের নেতৃত্ব দেবেন।



লুইজের একাদশে গোলরক্ষকের দায়িত্ব পালন করবেন পিতর চেক। তার সামনে রক্ষণভাগের দায়িত্বে থাকবেন ব্রাজিলের থিয়াগো সিলভা আর লুইজ নিজেই। তাদের সামনে থাকবেন চেলসির সার্বিয়ান ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচ। চেলসির আরেক সাবেক তারকা ঘানার মাইকেল আসিয়েন থাকবেন মিপফিল্ডার হিসেবে।

মিডফিল্ডারের দায়িত্ব পালন করবেন ব্রাজিলের উইলিয়ান। তাকে সঙ্গ দেবেন ভ্যালেন্সিয়া-বেনিফিকার সাবেক আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার পাবলো আইমার।

লেফটব্যাকে লুইজের দলের দায়িত্ব পেয়েছেন ব্রাজিলের ম্যাক্সওয়েল। পিএসজির এ তারকা আয়াক্স, বার্সেলোনা আর ইন্টার মিলানের হয়েও খেলেছেন। আইমার-ম্যাক্সওয়েলের সামনে খেলবেন আর্জেন্টা‌ইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। আর বার্সার মেসি-নেইমার জুটি বাধবেন আক্রমণভাগে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ০৬ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।