ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

খেলা

ঘরের মাঠেও জয় বঞ্চিত ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫১, ডিসেম্বর ৬, ২০১৫
ঘরের মাঠেও জয় বঞ্চিত ম্যানইউ ছবি : সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে ফের হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আতিথ্য দেওয়া ওয়েস্টহামের কাছে লুইস ফন গালের শিষ্যরা পয়েন্ট ভাগাভাগি করে।



৭৫ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতিতে ম্যাচের প্রথমার্ধে নিজেদের দখলেই বল রেখে খেলা চালিয়ে যেতে থাকে ম্যানইউ। নিজেদের ঘর গুছিয়ে খেলতে থাকলেও একাধিকবার পিছিয়ে পড়ার সম্ভাবনা জেগেছিল স্বাগতিকদের। তবে, ডিফেন্ডারদের কড়া নজরদারিতে ওয়েস্টহাম সুযোগ আদায় করে নিতে পারেনি।

বিরতির পরও ভাগ্য ফেরেনি ম্যানইউর। ফলে, ডি গিয়া, স্মলিং, ব্লাইন্ড, স্নেইডারলিন, শোয়াইন্সটাইগার, মাতা, ফেল্লাইনি, মাশিয়ালদের মতো তারকাদের দলটি গোলশূন্য থেকে মাঠ ছাড়ে।

গোলশূন্য ড্র করায় পয়েন্ট টেবিলের চার নম্বরে নেমে গেছে ম্যানইউ। ১৫ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ২৯ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, ০৬ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।