ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

খেলা

শরণার্থীদের সাহায্যে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, সেপ্টেম্বর ১৯, ২০১৫
শরণার্থীদের সাহায্যে বার্সেলোনা ছবি : সংগৃহীত

ঢাকা: সিরিয়া শরণার্থীদের সাহায্য করতে এগিয়ে এসেছে বার্সেলোনা ফুটবল ক্লাব। ইউরোপে অভিবাসনমুখী সিরিয়ার জনগনকে অর্থ সহায়তার পাশাপাশি সামাজিকভাবে সমর্থন করতে চায় স্প্যানিশ এই জায়ান্ট ক্লাবটি।



শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এমন ঘোষণা আসে বার্সা ক্লাব থেকে। যেখানে দলটির চ্যারিটি ফাউন্ডেশন রেড ক্রসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। এর আগে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদ শরণার্থীদের সাহায্যে এক মিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছিল।

ক্লাব ফুটবলার, সদস্য, সমর্থক সাবাইকে সাহায্য করতে বলে ক্লাবের সহ সভাপতি জর্দি কারদোনার বলেন, ‘মানবতার খাতিরেই শরণার্থীদের পাশে বার্সা থাকবে। আর এটা আমাদের কর্তব্য। ’

বিভিন্ন দেশের পাশাপাশি স্পেনের শহর কাতালুনিয়া প্রায় তিন হাজার শরণার্থী উদ্বাস্তু দিসেবে আসছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।