ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

খেলা

ইনজুরির কাতারে যোগ দিলেন রুনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ইনজুরির কাতারে যোগ দিলেন রুনি ছবি : সংগৃহীত

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে বিভিন্ন ক্লাবের তারকা ফুটবলারদের ইনজুরি সমস্যা দেখা দিচ্ছে। এবার সেই কাতারে যোগ দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ওয়েন রুনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পিএসভির বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে খেলতে পারছেন না রুনি, এমনটিই নিশ্চিত করেছে ম্যানইউ।

গত সপ্তাহে রেড ডেভিলসদের অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন রুনি। যার কারণে প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে দলটির ৩-১ গোলে জয়ের ম্যাচে মাঠে নামতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক।

এর ‍আগে অল রেডসদের বিপক্ষে রুনিকে না খেলানো প্রসঙ্গে কোচ লুইস ফন গাল বলেছিলেন, ‘লিভারপুলের বিপক্ষে তাকে খেলিয়ে আমরা ঝুঁকি নিতে চাইনি। তবে চ্যাম্পিয়ন্স লিগে ডাচ দলটির বিপক্ষে নামার আগে আশা করি সে সুস্থ হয়ে উঠবে। ’

লিভারপুলের বিপক্ষে রুনির অনুপস্থিতে দলের আক্রমণ ভাগে নেতৃত্ব দেন বেলজিয়ান তারকা মারোয়ানে ফেল্লাইনি। এছাড়া ইউরোপ সেরার এই লড়াইয়ে তরুণ ফুটবলার জেমস উইলসন ও আন্দ্রেস পেরেইরাকে স্কোয়াডে রেখেছে ম্যানইউ।

ম্যানইউ স্কোয়াড:
ডেভিড ডি গিয়া, সার্জিও রোমেরো, ডেলে ব্লাইন্ড, মাত্তেও দার্মিয়ান, প্যাডি ম্যাকনায়ির, মারকোস রোহো, লুক শাও, ক্রিস স্মলিং, আন্তোনিও ভ্যালেন্সিয়া, মাইকেল ক্যারিক, আন্দ্রে হেরেইরা, আন্দ্রেস পেরেইরা, মরগান স্নেইডারলিন, বাস্তিয়ান শোয়েনস্টেইগার, হুয়ান মাতা, অ্যাশলে ইয়ং, মেমফিস ডিপাই, মারোয়ানে ফেল্লাইনি, অ্যান্থনি মার্শাল ও জেমস উইলসন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।