ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

খেলা

অবসরে কিংবদন্তি বক্সার মেওয়েদার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, সেপ্টেম্বর ১৩, ২০১৫
অবসরে কিংবদন্তি বক্সার মেওয়েদার ছবি: সংগৃহীত

ঢাকা: রেকর্ড গড়ে বক্সিং থেকে অবসর নিয়েছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বক্সার ফ্লয়েড মেওয়েদার। আন্দ্রে বার্তোকে হারিয়ে তিনি রকি মার্সিয়ানোর ৪৯-০ রেকর্ড ছুঁয়েছেন।

অবশ্য তার অবসরের বিষয়টি অনুমিতই ছিল। মেওয়েদার নিজেই জানিয়েছিলেন, বার্তোর বিপক্ষে প্রত্যাশিত জয় পেলে এটিই হবে তার ক্যারিয়ারের শেষ লড়াই।

লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় ওয়েল্টারওয়েট বিশ্ব শিরোপা লড়াইয়ে সহজেই জয় তুলে নেন মেওয়েদার। এর মধ্য দিয়ে তিনি ক্যারিয়ারের ৪৯টি লড়াইয়ের সবকটিতেই সাফল্য পেয়েছেন।

এর আগে মার্সিয়ানো এমন কীর্তি গড়েন। প্রয়াত এ আমেরিকান বক্সার ১৯৬৯ সালে ৪৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

১২ রাউন্ডের ম্যাচে মেওয়েদারের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করেও ব্যর্থ হন বার্তো। স্কোরকার্ডে মেওয়েদারের ১১৮ পয়েন্টের বিপরীতে বার্তোর সংগ্রহ ১১০ পয়েন্ট।

১৯৯৬ সালের অক্টোবরে ক্যারিয়ারের প্রথম লড়াইয়ে মেক্সিকোর রবার্তো অ্যাপোডাকাকে হারান মেওয়েদার। এরপর তার জয়রথ কেউই থামাতে পারেননি। অবশেষে টানা ৪৯তম লড়াই শেষে তিনি নিজেই নিজেকে থামিয়ে দিলেন!

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।