ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

খেলা

অল-ইতালিয়ান ফাইনালের শিরোপা জিতে অবসরে পেনেত্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৫, সেপ্টেম্বর ১৩, ২০১৫
অল-ইতালিয়ান ফাইনালের শিরোপা জিতে অবসরে পেনেত্তা ফ্লাভিয়া পেনেত্তা

ঢাকা: ২৬তম বাছাই ফ্লাভিয়া পেনেত্তা নিজের টেনিস ক্যারিয়ারের প্রথম গ্রান্ডস্ল্যাম জিতেছেন। ইউএস নারী এককের ফাইনালে টেনিসের নতুন বিস্ময় রবার্তা ভিঞ্চিকে হারিয়ে শিরোপা জেতেন পেনেত্তা।



ফাইনালে শিরোপা নিশ্চিত করতে পেনেত্তা সরাসরি সেটে ভিঞ্চিকে হারান। ৭-৬, ৬-২ গেমে জয় তুলে নেন ইতালিয়ান এ টেনিস তারকা।

৩৩ বছর বয়সী পেনেত্তা শিরোপা জেতার পর টেনিস ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, এটাই আমার টেনিস ক্যারিয়ারকে বিদায় জানানোর সেরা সময়। আমি সত্যিই খুব আনন্দিত।

এর আগে ৪৩তম ইতালির অবাছাই ভিঞ্চি সবাইকে অবাক করে দিয়ে ২১টি গ্র্যান্ড স্লামের মালিক সেরেনা উইলিয়ামসকে সেমিফাইনালে থামিয়ে দেন। সেরেনাকে থামিয়ে দিতে ২-৬, ৬-৪, ৬-৪ গেমে জয় নিশ্চিত করেন ইতালিয়ান এ তারকা।

ভিঞ্চির কাছে এটাই ছিল প্রথম গ্র্যান্ডস্লামের ফাইনাল। ফাইনালে তার প্রতিপক্ষও ছিলেন স্বদেশি। ফলে, এ ম্যাচটি টেনিসের ওপেন যুগের ইতিহাস হয়ে রইল। কারণ ১৯৬৮ সালের পর থেকে এবারই প্রথম কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে দুই প্রতিপক্ষই ছিলেন ইতালিয়ান।

বাংলাদেশ সময়: ০৩৩৪ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।