ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

খেলা

মেসি স্লোগানে বিব্রত রোনালদো (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৫, সেপ্টেম্বর ১১, ২০১৫
মেসি স্লোগানে বিব্রত রোনালদো (ভিডিও) ক্রিস্টিয়ানো রোনালদো

ঢাকা: খেলার মাঠে মেসির সঙ্গে রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা ফুটবল সমর্থকদের জন্য উপভোগ্যই বটে। তবে এবার আর্জেন্টাইন অধিনায়ক উপস্থিত না থাকলেও তার নাম শুনেই বিব্রতকর অবস্থায় পড়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা।



গত সোমবার (০৭ সেপ্টেম্বর) ইউরো বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক আলবেনিয়ার মুখোমুখি হয় পর্তুগাল। ম্যাচ শুরুর আগে পর্তুগিজরা ওয়ার্মআপ করার সময়ই বিপত্তি ঘটে। গ্যালারি থেকে আলবেনিয়ান সমর্থকরা ক্রিস্টিয়ানো রোনালদোকে উদ্দেশ্যে করে ‘মেসি’ ‘মেসি’ স্লোগানে চারপাশ মুখরিত করে। এতে রীতিমত উপহাসের শিকার হন তিনবারের বর্ষসেরা এ ফরোয়ার্ড।

পর্তুগিজ অধিনায়ক ব্যাপারটি এড়িয়ে যাওয়ায় স্থানীয় দর্শকরা আরো উচ্চ স্বরে মেসির নাম ধরে তাকে বিদ্রুপ করে। এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা মনে হয় রোনালদো গুনাক্ষরেও ভাবেননি!

অবশ্য, ম্যাচ জেতার মধ্য দিয়ে স্বাগতিকদের পাল্টা জবাব দেন রোনালদো। তবে পর্তুগিজদের জয় পেতে বেগ পেতে হয়। ইনজুরি সময়ের অন্তিম মুহূর্তে মিডফিল্ডার মিগুয়েল ভেলোসোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদো-পেপে-নানিরা।



বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।