ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

খেলা

বিশ্ব দূরপাল্লার সাতারে শীর্ষে বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, সেপ্টেম্বর ৭, ২০১৫
বিশ্ব দূরপাল্লার সাতারে শীর্ষে বাংলাদেশি ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে সাঁতার ইভেন্টে নজর কেড়েছে বাংলাদেশ জাতীয় সাঁতার দল। মুর্শিদাবাদে ৭২তম বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন বাংলাদেশের তিন সাঁতারু।



৬ সেপ্টেম্বর (রোববার) ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মো. আশিকুর রহমান। দ্বিতীয় হন ফয়সাল আহমেদ।

একই ভেন্যুতে ১৯ কিলোমিটারে শীর্ষে থাকতে না পারলেও দ্বিতীয় স্থানটি নিজের করে নেন পলাশ চৌধুরী।

এবারের আসরে বাংলাদেশ থেকে দু’জন করে পুরুষ ও মহিলা সাঁতারু অংশ নেয়। তাদের সহকারী হিসেবে রয়েছেন ছয়জন লাইফ সেভার। কোচসহ মোট ১৩ সদস্যের বাংলাদেশ দল ভারতে যায়।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।