ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

খেলা

মেসি-রোনালদো একই ক্লাবে!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, সেপ্টেম্বর ৬, ২০১৫
মেসি-রোনালদো একই ক্লাবে! ছবি: সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো একই ক্লাবের হয়ে খেললে ব্যাপারটি কেমন হয়? ভিডিও গেমসে সম্ভব হতে পারে। কিন্তু, বাস্তবতার প্রেক্ষিতে তা দিবাস্বপ্নই বটে।

তবে পর্তুগিজ তারকার উপস্থিতি মেসিকে আরো শীর্ষস্থানে নিয়ে যাবে। এমন দাবিই করছেন বার্সেলোনার সাবেক তারকা প্যাট্রিক ক্লুইভার্ট।

১৯৯৮-২০০৪ সাল পর্যন্ত ছয় মৌসুমে বার্সার হয়ে ২৫৫ ম্যাচ খেলেন ডাচ স্ট্রাইকার ক্লুইভার্ট। গোল করেন ১২০টি। প্রথম মৌসুমেই তিনি কাতালানদের হয়ে লা লিগা শিরোপা জেতেন।

বার্সার হয়ে এ বছর চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, কোপা দেল রে ও উয়েফা সুপার কাপের শিরোপা জেতেন মেসি। সম্প্রতি উয়েফা বর্ষসেরার পুরস্কার ওঠে আর্জেন্টাইন অধিনায়কের হাতে। বর্ষসেরা খেলোয়াড় হিসেবে ফিফা ব্যালন ডি’অর জেতারও অন্যতম দাবিদার মেসি। সর্বশেষ দুই বছর মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ড জেতেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো।

প্যাট্রিক ক্লুইভার্টের মতে, নিজেকে আরো ছাড়িয়ে যেতে মেসির রোনালদোর মতো একজনকে প্রয়োজন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসি সম্পূর্ণ ভিন্নধর্মী ফুটবলার। তার পারফরম্যান্স প্রশ্নাতীত। কিন্তু এখনই তার রোনালদোর মতো একজনকে সতীর্থ হিসেবে প্রয়োজন। এতে করে সে সফলতার শীর্ষ পর্যায়ে পৌঁছাতে পারবে। দুজনই বিশ্বমানের খেলোয়াড়। ’

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।