ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

খেলা

ফরাসি ওপেনে জোকোভিচের ইতিহাসগড়া ‘সেঞ্চুরি’ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, জুন ৩, ২০২৫
ফরাসি ওপেনে জোকোভিচের ইতিহাসগড়া ‘সেঞ্চুরি’ 

ক্লে-কোর্টে নিজেকে কখনোই সেরা ভাবেন না নোভাক জোকোভিচ। অথচ সেখানেই এবার গড়লেন ইতিহাস।

ফরাসি ওপেনে পৌঁছে গেলেন শততম জয়ের মাইলফলকে। যা এতদিন ছিল শুধুমাত্র রাফায়েল নাদালের দখলে।

চতুর্থ রাউন্ডে ব্রিটিশ প্রতিপক্ষ ক্যামেরন নরিকে একেবারেই পাত্তা না দিয়ে ৬-২, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পা রাখেন জোকোভিচ। এটাই তার ফরাসি ওপেনে শততম জয়। তার চেয়ে বেশি জয় আছে কেবল এক জনেরই। রোলাঁ গারোঁর রাজা খ্যাত রাফায়েল নাদালের। যার নামের পাশে লেখা আছে ১১২টি জয়।

ইতিহাস গড়ে ৩৮ বছর বয়সী সার্বিয়ান তারকা ম্যাচ শেষে বলেন, ‘এই সংখ্যা (১০০ জয়) অবশ্যই অনেক বড় ব্যাপার। তবে ১০১তম জয়টি আরও বেশি বিশেষ হতে পারে। আমার যাত্রা এখানেই থামবে না। আরও ইতিহাস গড়তে চাই। আশা করছি, দিন দুয়েকের মধ্যেই আরেকটি জয় যোগ করতে পারব। ’

এই মুহূর্তে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক জোকোভিচ। গত বছর একটিও গ্র্যান্ড স্ল্যাম জেতেননি তিনি। তাই এবার দারুণ মনোযোগ নিয়ে ২৫তম শিরোপার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তিনি।

কোয়ার্টার-ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ জার্মান তারকা আলেক্সান্দার স্ফেরেফ। যিনি গত আট বছরে সপ্তমবারের মতো ফরাসি ওপেনের শেষ আটে উঠলেন। তবে এখন পর্যন্ত গ্র্যান্ড স্ল্যামের শিরোপা ঘরে তুলতে পারেননি।

অন্যদিকে, সম্ভাব্য সেমি-ফাইনালে জোকোভিচের সামনে বড় চ্যালেঞ্জ হতে পারেন ইয়ানিক সিনার। অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জয়ী এই ইতালিয়ান এখন ফর্মের তুঙ্গে রয়েছেন। ফরাসি ওপেনে এখনও সেমিফাইনাল না খেললেও এবার ক্লে-কোর্টে দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। চতুর্থ রাউন্ডে রাশিয়ার আন্দ্রেই রুবলেভকে হারান ৬-১, ৬-৩, ৬-৪ গেমে।

এদিন আরেক চমক উপহার দেন কাজাখাস্থানের খেলোয়াড় আলেক্সান্দার বুবলিক। পঞ্চম বাছাই বৃটিশ খেলোয়াড় জ্যাক ড্র্যাপারকে হারিয়ে জায়গা করে নেন কোয়ার্টার-ফাইনালে।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।