কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রভাব পড়ল দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনেও। ভারতীয় শহর রাঁচিতে আগামী ৩ থেকে ৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাফ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ—তবে শেষ মুহূর্তে টুর্নামেন্টটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
রাঁচির বিরসা মুন্ডা অ্যাথলেটিকস স্টেডিয়ামে আয়োজিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং স্বাগতিক ভারতের অ্যাথলেটদের। ভুটানের দল পৌঁছেও গিয়েছিল রাঁচিতে। কিন্তু বৃহস্পতিবার ভারতীয় অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক সন্দীপ মেহতার সইকৃত এক বিজ্ঞপ্তিতে চ্যাম্পিয়নশিপ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। খবরটি নিশ্চিত করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
যদিও চ্যাম্পিয়নশিপ স্থগিতের কোনও সরকারি কারণ উল্লেখ করা হয়নি, তবুও ধারণা করা হচ্ছে—পেহেলগাম হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্কের আরও অবনতি হওয়াতেই এই সিদ্ধান্ত। পাকিস্তান থেকে ৪৩ জন অ্যাথলেটের একটি দল ভিসার জন্য আবেদন করেছিল, যেখানে প্যারিস অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার আরশা নাদিমের নামও ছিল। তবে ভারতীয় কর্তৃপক্ষ কাউকেই ভিসা দেয়নি।
অ্যাথলেটদের জন্য বিশেষ ভিসার মাধ্যমে ভারত সফরের সুযোগ থাকত এতদিন। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই ভিসা প্রক্রিয়া বুধবার থেকেই বন্ধ করে দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. শাহ আলমও।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এমএইচএম