ঢাকা, শুক্রবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

আবারও বাংলাদেশে আসবেন হকির ম্যারাডোনা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
আবারও বাংলাদেশে আসবেন হকির ম্যারাডোনা

দুই বছর আগে ফ্র্যাঞ্চাইজি হকি লিগে সাকিব আল হাসানের মোনার্ক মার্ট পদ্মার উপদেষ্টা কোচ হয়ে বাংলাদেশে এসেছিলেন শাহবাজ আহমেদ। এবার আসছেন প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিংয়ের দায়িত্ব নিয়ে।

 

শাহবাজ আহমেদকে উপদেষ্টা কোচ হিসেবে চায় ঢাকা মোহামেডান ক্লাব। ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ফিরোজ স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদককে দেয়া হয়েছে শাহবাজের ভিসা সংক্রান্ত বিষয়ে সহায়তার জন্য।  

উপমহাদেশের হকিতে শাহবাজ আহমেদের অন্যরকম পরিচিতি আছে। তাকে বলা হয় ‘হকির ম্যারাডোনা’। পাকিস্তানের হয়ে ১৯৯৪ বিশ্বকাপ জয়ী এই তারকা এবার মোহামেডানের হয়ে কাজ করবেন। এই দলের হয়ে ৯০ দশকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিলেন শাহবাজ। সেসময় তার সঙ্গে তাহির জামান ও কামরান আশরাফও ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫,২০২৪
এআর/এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।