ঢাকা, শুক্রবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

জুডোতে দিপুর দ্বিমুকুট

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
জুডোতে দিপুর দ্বিমুকুট

ভুটানের থিম্পুতে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি হয়ে গেলো জিতা-কিওই জুডো প্রশিক্ষণ ক্যাম্প ও দ্বিতীয় ভুটান জিতা-কিওই আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতা। সেখানে বাংলাদেশের দিপু দেওয়ান +৬৬ কেজি ওজন শ্রেণিতে  স্বর্ণপদক অর্জন করেছেন।

পাশাপাশি দলগত খেলায় দিপুর দল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় তিনি দ্বিতীয় স্বর্ণ পদক জেতেন।

বাংলাদেশের আরেক প্রতিযোগী মো. আনিছুর রহমান আকাশ -৬৬ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক জিতেছেন।

বাংলাদেশের হয়ে বিদেশের মাটিতে পদক জয়ী দুই তরুণের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার হিরু। ফেডারেশনের দেওয়া তথ্য অনুযায়ী এই প্রথম বিদেশের মাটিতে স্বর্ণপদক জিতলেন কোনো বাংলাদেশি জুডোকা।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।