ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

আগামীকাল মন্ত্রণালয়ে যোগ দেবেন ক্রীড়ামন্ত্রী 

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, জানুয়ারি ১৩, ২০২৪
আগামীকাল মন্ত্রণালয়ে যোগ দেবেন ক্রীড়ামন্ত্রী 

আগামীকাল (১৪ জানুয়ারি) রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিজ দপ্তরে যোগদান করবেন নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নাজমুল হাসান পাপন। দায়িত্ব নেওয়ার পর প্রথম অফিস কার্যক্রম পরিচালনা করবেন তিনি।

 

মন্ত্রণালয়ে যোগ দিয়ে দায়িত্বভার গ্রহণ করবেন নাজমুল হাসান। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং মন্ত্রণালয় সম্পর্কে অবহিত হবেন। এরপর বেলা ২ টায় জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নাজমুল হাসান।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।