ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

এশিয়ান গেমসে পদকজয়ী ক্রিকেট দলকে পুরস্কৃত করল বিওএ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, ডিসেম্বর ৩১, ২০২৩
এশিয়ান গেমসে পদকজয়ী ক্রিকেট দলকে পুরস্কৃত করল বিওএ

চীনের হ্যাংজু শহরে অনুষ্ঠিত হয়েছে ১৯তম এশিয়ান গেমস। এবারের গেসমে বাংলাদেশ পদক মাত্র এক ডিসিপ্লিনে, ক্রিকেট।

বাংলাদেশ পুরুষ এবং মহিলা ক্রিকেট দল ব্রোঞ্জ পদক জিতেছে। এই দুই দল এবং কোচিং স্টাফদেরকে আর্থিক পুরস্কার দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

বিওএ’র এসএ গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ ও অলিম্পিক গেমসের জন্য ব্যক্তিগত ও দলীয় উভয় ক্ষেত্রে পদকের জন্য পৃথক পৃথক নীতিমালা রয়েছে। সেই নীতিমালার আলোকে এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী দলের খেলোয়াড়রা এক লাখ করে আর্থিক পুরস্কার পেয়েছেন। নারী ও পুরুষ উভয় দলের ক্রিকেটাদের ৩০ লাখ টাকা করে প্রদান করেছে বিওএ ৷

আজ সকালে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ব্রোঞ্জ পদকজয়ী দুই দলের খেলোয়াড়দের আর্থিক পুরস্কারের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বিওএ’র সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আলম খান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজনসহ বিওএ ও বিসিবির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নীতিমালা অনুযায়ী, খেলোয়াড়দের পাশাপাশি ২০ শতাংশ অর্থ কোচিং স্টাফ-কর্মকর্তারাও পাবেন। তাই ব্রোঞ্জজয়ী নারী ও ক্রিকেট দলের কোচিং স্টাফ ও কর্মকর্তাদের জন্য ৬ লাখ টাকার চেক বিওএ বিসিবির কাছে হস্তান্তর করেছে।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।