গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে নজরুল প্রয়াণ দিবস উপলক্ষে কুইজ, আলোচনা সভা ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ মহিলা কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এডুকেয়ার কোচিং সেন্টারের শিক্ষক তোফায়েল আহমেদ তুহিন, আশরাফুল ইসলাম আরিফ, রাসেল ইসলাম, সাঈদ হাসন এবং বসুন্ধরা শুভসংঘ জেলা সভাপতি হুমায়ূন আহমেদ বিপ্লব। শুভসংঘের সদস্যদের মধ্যে ছিলেন বাপ্পি হাসান, রানা, শাকিল, শামিম আহমেদ, জয়ন্ত ও জুবায়ের।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন খাতিজা, তিশা ও অনামিকা।
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তিশা আলোচনায় বলেন, “কবির কবিতায় প্রধানত ব্রিটিশ সাম্রাজ্যবাদ, সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহের সুর ধ্বনিত হয়েছে। তার বিখ্যাত রচনা ‘বিদ্রোহী’ কবি হিসেবে তাকে পরিচিতি এনে দেয়। ”
এডুকেয়ার কোচিং সেন্টারের শিক্ষক তোফায়েল আহমেদ তুহিন বলেন, “কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম ছিল মানুষের প্রতি ভালোবাসা, সাম্য ও ন্যায়ের প্রতি এক নিরন্তর সংগ্রাম। তার বিদ্রোহী সত্তা তাকে কেবল কবি নয়, মানবতাবাদী হিসেবেও প্রতিষ্ঠিত করেছে, যা আজও প্রাসঙ্গিক। ”
শুভসংঘ জেলা সভাপতি হুমায়ূন আহমেদ বিপ্লব বলেন, “নজরুল কেবল বিদ্রোহী কবিই নন, তিনি ছিলেন সাম্য, মানবতা ও ভালোবাসার কবি। তার রচনাগুলো আমাদের স্বাধীনতা, ন্যায় ও সত্যের পথে অনুপ্রেরণা জোগায়। তরুণ প্রজন্মকে নজরুলের সাহিত্য থেকে শক্তি নিতে হবে, কারণ তাঁর কবিতা ও গান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান তৈরি করেছে।
আরএ