ঢাকা: বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার আয়োজনে ‘এসো যুক্তিতে আলোকিত হই’ শিরোনামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) ঢাকা কলেজ অডিটোরিয়ামে সকাল ১০টায় এ প্রতিযোগিতা শুরু হয়।
বিতর্ক প্রতিযোগিতায় মাহমুদুল হাসান শোভনের সভাপতিত্বে বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভারমেট ও বাঁধনের সাবেক সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ কাজল, আবৃত্তি সংসদ ঢাকা কলেজ শাখার সভাপতি জাহিদ হোসেন, বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি মো. রাজীব খান। এসময় বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিতর্কে সরকার দলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন গগন ঘোষ, মন্ত্রীর দায়িত্ব পালন করেন এমদাদুল হক এবং সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন।
অন্যদিকে বিরোধী দলের বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন আশিকুর রহমান আশিক, বিরোধী দলীয় উপনেতা আবু নাঈম এবং বিরোধী দলীয় সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন মোহাম্মদ নাজমুল।
উভয় পক্ষ যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর।
সরকারি দল বলেছে, জনগণ যদি সচেতন থাকে, তাহলে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব। তারা যুক্তি দেন, সবাই যদি সবার জায়গা থেকে সচেতন থাকে, তবে পরিবেশ দূষণের কোনো শঙ্কা থাকবে না।
অপরদিকে বিরোধী দল বলেছে, সরকারের কঠোরতাই পারে পরিবেশ দূষণ রোধ করতে। বিভিন্ন আইন কানুন প্রয়োগের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব। শুধু জনসচেতনতা নয়, পাশাপাশি প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ।
বিতর্ক প্রতিযোগিতার সভাপতি মাহমুদুল হাসান শোভন জানান, বিভিন্ন দৃষ্টিভঙ্গির আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ ও বিশ্লেষণের ক্ষমতা বাড়ানোই ছিল বসুন্ধরা শুভসংঘের এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বিতর্ক শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন চিন্তাশীল আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় জানানো হয়।
এসআই