ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৭, অক্টোবর ২২, ২০২৫
মান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

নওগাঁ: নওগাঁর মান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে।  

বুধবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে মান্দা উপজেলার সাতবাড়িয়া এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গনেশপুর গ্রামের এমদাদুল হকের ছেলে ইয়ামিন আলী (২০) এবং জাহাঙ্গীর আলমের ছেলে তুহিন (২০)।  

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন।  তারা হলেন- আশিক (২০), সাদিক (২০), তরুণ (২০) ও মনোয়ার (২০)।  

তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান স্থানীয়দের বরাত দিয়ে জানান, হতাহত সবাই বন্ধু। আড্ডা দেওয়ার জন্য সতীহাট বাজার থেকে তিনটি মোটরসাইকেলে করে তারা ফেরিঘাট বাজারে যাচ্ছিলেন। পথে সাতবাড়িয়া এলাকায় তাদের নিজেদের মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে তারা মোটরসাইকেলগুলো নিয়ে রাস্তার পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

ওসি আরও জানান, এ ঘটনায় কারো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।