ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

শিক্ষার্থীদের আস্থা অর্জনই বিজয়ের মূল রহস্য: শিবির সভাপতি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, অক্টোবর ২০, ২০২৫
শিক্ষার্থীদের আস্থা অর্জনই বিজয়ের মূল রহস্য: শিবির সভাপতি  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে শিবিরের বিজয়ের প্রথম রহস্যই হলো মহান আল্লাহ তাআলার ইচ্ছা। এরপর এসেছে শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাস।

 

সোমবার (২০ অক্টোবর) সকালে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে ছাত্র শিবির জেলা কমিটির উপশাখার সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম।  

তিনি বলেন, সংগঠনটি শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও মানসিকতা বোঝার চেষ্টা করেছে, তাদের পাশে থেকেছে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছে।  

জাহিদুল ইসলাম আরও বলেন, ৫ আগস্টের পর থেকেই শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালুর দাবি জানিয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী ইশতেহার তৈরি করা হয়েছে এবং নির্বাচনের পরও সেই অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে।  

তিনি বলেন, শিক্ষার্থীদের বিশ্বাসের প্রতিফলনই হবে প্রকৃত বিজয়, আর সেই লক্ষ্যে কাজ করছে সংগঠনটি। আগামী দিনগুলোতেও ছাত্র সংসদ নির্বাচনে এই ধারা অব্যাহত থাকবে জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

সমাবেশে ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ নেয়ামুল করিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।