ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, সেপ্টেম্বর ১৪, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় মাদারীপুর-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর (অবসরপ্রাপ্ত) রেজাউল করিম।  

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তার নিজ বাড়িতে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করবে। নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান যে, সব প্রকার বিরোধ ও প্রতিহিংসা পরিত্যাগ করে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।  

তিনি উল্লেখ করেন, যদি আমাকে দল মনোনয়ন দেয়, তবে আমি জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করব।

রেজাউল করিম বলেন, কেউ আমাকে কেউ প্রতিপক্ষভাবে না, আমি দলের জন্য কাজ করতে এসেছি। যদি নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হয় এবং নির্বাচিত হই, তাহলে আমি মাদারীপুর-৩ আসনের জনগণের জন্য নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।

তিনি আরও বলেন, আমি সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের সবাইকে সঠিক সুযোগ দিতে হবে যেন জনগণ যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারে। তিনি দলের নেতাকর্মীদের সহযোগিতা ও ঐক্যের আহ্বান জানান।  

আমার ওপর কেউ হামলা করলেও, আমি পাল্টা হামলা করতে চাই না। আমি জনগণের সঙ্গে সম্পর্ক গড়তে চাই, তবে সেটি অর্থের বিনিময়ে নয়, আমার সম্পর্ক আদর্শিক হবে, হবে হলেও জানান তিনি।  

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের সংকটে আমি যেমন পেশাগত, সামাজিক এবং ব্যক্তিগত জীবনে ক্ষতির সম্মুখীন হয়েছি, তেমনই দলে খন্দকার মাশুকুর রহমান এবং আনিছুর রহমান তালুকদার খোকনও অনেক ত্যাগ স্বীকার করেছেন। আওয়ামী লীগের সময় সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত প্রতিবাদ করেছি। আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত। আমি বংশ পরম্পরায় বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত, কারণ আমার পিতা মৃত্যুর আগে বৃহত্তর এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।  

সভায় স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।