মাদারীপুর: নির্বাচন সন্নিকটে। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে হলে এখন থেকেই ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর জেলার শিবচরে দ্বিতীয়াখন্ড উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয়াখন্ড ইউনিয়ন বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান নুরুদ্দিন মোল্লা এসব কথা বলেন।
কামাল জামান মোল্লা বলেন, আমাদের বিরুদ্ধে অনেক গভীর ষড়যন্ত্র চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তবে নির্বাচন কঠিন হবার সম্ভবনা রয়েছে। ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা মিছিল করেন, সমাবেশে আসেন। তবে এতে আনন্দিত হওয়াবার কিছু নাই। আপনারা ধানের শীষকে যদি ক্ষমতায় দেখতে চান, এখন থেকে প্রত্যেক গ্রামে, ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। প্রতি দিন বাজার-ঘাটে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইবেন। কোন কিছুই হালকা ভাবে নেবেন না!
তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষ জুলাই বিপ্লবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। আওয়ামী সরকার থাকাকালীন শিবচরে আসতে পারিনি। আমাকে বিভিন্নভাবে মামলা হামলা দিয়ে দেশে আসতে দেয়নি। গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। আমাদের কথা বলতে দেওয়া হয় নাই। হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে।
শিবচর উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. দাদন মোল্লার সভাপতিত্বে এবং কাজী খোকনুজ্জামান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির। মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সোহরাব হাওলাদার, যুগ্ম-আহ্বায়ক মজিবুর রহমান, মাদারীপুর জেলা বিএনপির সদস্য আতিকুর রহমান, শিবচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন সেলিম খান, শিবচর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন খান প্রমুখ।
আরআইএস