খুলনা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোট চাওয়ায় খুলনার রূপসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনকে বহিষ্কার করেছে সংগঠনটি।
শনিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী, কোনোরূপ সাংগঠনিক নির্দেশনা না থাকা সত্ত্বেও আসন্ন ডাকসু নির্বাচনে ভোটারদের কাছে অযাচিতভাবে ভোট চেয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খুলনা জেলার পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের এ সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
জানা যায়, ডাকসু নির্বাচনে এক নারী ভোটারের কাছে ফোনকল করে ভোট চান বহিষ্কৃত এ ছাত্রদল নেতা। ভোট চাওয়ার সেই ভিডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে। এর পরিপ্রেক্ষিতে তাকে বহিষ্কার করে ছাত্রদল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ইমতিয়াজ আলী সুজন নিজেকে খুলনার রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে পরিচয় দিয়ে এক ভোটারকে ফোনে বলেন:
“হ্যালো, আসসালামু আলাইকুম, চৈতি আপু বলছেন? আমি রূপসা উপজেলা ছাত্রদলের সেক্রেটারি ইমতিয়াজ আলী সুজন। আমি আপনাদের বাসায় গেছিলাম, আপনার আম্মুর সঙ্গে কথা হয়েছে।
আমরা মূলত আপনার বাসায় গেছি, কারণ আপনি অবগত আছেন, ঢাকা ভার্সিটিতে নির্বাচন চলতেছে। আমাদের ছাত্রদলের পক্ষ থেকে একটি প্যানেল আছে—আবিদ-হামিম-মায়েদ পরিষদ।
আমরা এ পরিষদের পক্ষ থেকে আপনাদের বাসায় গেছি, আপনার পরিবারকে শুভেচ্ছা জানিয়েছি। জিএস পদে যিনি নির্বাচন করছেন তিনি খুলনার রূপসার ছেলে ও আজিজুল বারী হেলালের ভাইপো। ”
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি ছাত্রদল কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয় এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিমের পক্ষে প্রচার চালিয়েছেন এবং তার নির্বাচনী স্ট্যাটাস শেয়ার করেছেন।
এমআরএম