ময়মনসিংহ: বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার উদ্যোগে ৬০ জন শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার হিসেবে পরীক্ষা সামগ্রী দেওয়া হয়েছে।
কলেজের অনার্স প্রথম বর্ষের চলমান বিভিন্ন পরীক্ষার আগে কয়েকটি ধাপে শিক্ষার্থীদের হাতে এ উপহার তুলে দেন কলেজ শাখার শিক্ষার্থী উপদেষ্টা নিজাম উদ্দিন সৌরভ।
আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিনের নেতৃত্বে কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আদনান হৃদয়, আলি আহমেদ লাবিব, মুসাব্বির সৌরভ, নাবিলা কামাল, আহ্লাদ, মো. হৃদয়, রিফাত আহমেদ, মাহমুদুল হাসান, শাহরিয়ার বিবেক, নাঈম ইসলাম, স্বচ্ছ দে, শাহাদাত নূর, পূজা সরকার, জিনিয়া আহমেদসহ অন্যান্য সদস্য ও বন্ধুরা।
শুভেচ্ছা উপহার পেয়ে শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করে বলেন, পরীক্ষার আগে এ ধরনের উপহার আমাদের পড়াশোনায় বাড়তি অনুপ্রেরণা যোগাবে। বসুন্ধরা শুভসংঘ শুভেচ্ছা উপহার নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। এমন সুন্দর চিন্তার বাস্তবায়ন শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক চিন্তা ও সহযোগিতার মনোভাব তৈরি করবে।
শিক্ষার্থী উপদেষ্টা নিজাম উদ্দিন সৌরভ বলেন, তরুণ শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিতে পেরে আমি ভীষণ আনন্দিত। বসুন্ধরা শুভসংঘ নিয়মিত শিক্ষা সহায়তা কার্যক্রম, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আড্ডা, ক্যারিয়ার গাইডলাইন সেমিনার, বৃত্তি প্রদান এবং ভর্তি সহায়তা ডেস্ক কার্যক্রমের আয়োজন করছে। এসব কার্যক্রমে হাজারো শিক্ষার্থী সরাসরি উপকৃত হচ্ছে। যতদিন বেঁচে আছি, শুভসংঘের হাত ধরে এ ধরনের শুভ কাজ চালিয়ে যেতে চাই।
সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন বলেন, বসুন্ধরা শুভসংঘ শিক্ষার্থীবান্ধব ইতিবাচক সব শুভ কাজের সঙ্গে নির্দ্বিধায় থাকবে। সামাজিক কাজে অনন্য ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষার্থীদের উন্নয়ন ও কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ। শুধুমাত্র সমাজসেবা নয়, বরং শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা চর্চা ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে বিভিন্ন কাজ করে শুভসংঘ আজ তরুণ প্রজন্মের আস্থার জায়গায় পরিণত হয়েছে।
এসআই