ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩০, সেপ্টেম্বর ১, ২০২৫
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

মাগুরা: মাগুরায় বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

এ সময় নেতাকর্মীরা হাতে নানা স্লোগান সংবলিত প্লাকার্ড বহন করেন।

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে শোভাযাত্রাটি মাগুরা সদর উপজেলা পরিষদ এলাকা থেকে বের হয়ে শহরের ভায়না মোড়, ঢাকা রোড, পারনান্দুয়ালী শহিদ মেহেদি হাসান রাব্বি চত্বরের গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, সিনিয়র সদস্য সচিব আক্তার হোসেন, আইনজীবী সমিতির সভাপতি সাইদ হাসান এবং যুবদল সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল।

এর আগে শহরের ইসলামপুর পাড়ায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কার্যক্রম শুরু হয়।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।