সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আজিজুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজিজুল ওই গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. মোক্তার হোসেন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন আজিজুল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।
এসআরএস