ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বাসর রাতে দলবদ্ধ ধর্ষণের শিকার নববধূ, স্বামীসহ আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৫, আগস্ট ৩১, ২০২৫
বাসর রাতে দলবদ্ধ ধর্ষণের শিকার নববধূ, স্বামীসহ আটক ৭ আটক স্বামীসহ সাতজন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাসর রাতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নববধূ। নির্যাতিতা নববধূ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় স্বামী আসিফ মিয়াসহ তার সাতজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।

এর আগে গত বৃহস্পতিবার রাতে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফাহাদ আল আসাদ জানান, গত শুক্রবার দুপুর ২টার দিকে ওই মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসেন দুই নারী। ভিমটিমের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার শরীরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে।  

খোঁজ নিয়ে জানা যায়, সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলের সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ভাগগরীব গ্রামের নাজিম উদ্দিনের মেয়ের গত বুধবার বিয়ে হয়। বিয়ের দেনমোহর ধার্য করা হয় ২ লাখ ৩০ হাজার টাকা। বিয়ের পর স্বামী আসিফ মিয়া স্ত্রীকে নিয়ে বাড়িতে যান। বৃহস্পতিবার রাতে দলবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওই নববধূর।

নববধূর স্বজনরা জানায়, বিয়ে শেষে বৃহস্পতিবার রাতে নববধূকে নিয়ে আশিফ বাড়িতে যায়। তারপর রাতভর স্বামী আসিফসহ তার সাত বন্ধু মিলে নববধূকে ধর্ষণ করে। পরদিন শুক্রবার নববধূকে নিয়ে স্বামীসহ তার বন্ধুরা গোবিন্দগঞ্জে ভাগগরিব গ্রামে তার শ্বশুর নাজিম উদ্দিনের বাড়িতে আসে। এ সময় নববধূ অসুস্থ হয়ে পড়ে এবং তার মা ও বাবাকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা খুলে বলে। অসুস্থ নববধূকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে স্থানীয় ও নববধূর স্বজনরা বরসহ বন্ধুদের আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয়। এদিকে উন্নত চিকিৎসার জন্য নববধূকে শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সাঘাটা থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় স্বামী আসিফ মিয়াসহ সাতজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। আশাকরি দ্রুত বিস্তারিত জানা যাবে।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

আটক নববধূর স্বামী আসিফ, তার বন্ধু মাহিদ বাবু, মানিক (১), মিশন, মানিক (২)সহ সাতজনকে সাঘাটা থানায় আনা হয়েছে। তাদের মধ্যে দুইজনের নাম জানা যায়নি। তাদের সবার বাড়ি সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া গ্রামে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।