ব্যক্তিগত কারণ দেখিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন কিবরিয়া খান নামে এক ওয়ার্ড নেতা।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে কাশিয়ানী উপজেলার শিবগাতি বাসস্ট্যান্ডে নিজ দোকানে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।
পদত্যাগকারী কিবরিয়া কাশিয়ানীর মহেশপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
লিখিত বক্তব্যে কিবরিয়া খান বলেন, আমার অজান্তে ও মতামত না নিয়ে মহেশপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পদ দেওয়া হয়। আমি এখন পর্যন্ত এ পদের কোনো দায়িত্ব পালন করিনি। আমি আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী নই এবং দলীয় কার্যক্রম ও দলীয় পদ থেকে পদত্যাগ করলাম।
তিনি আরও বলেন, আমাকে সহ-সভাপতি করা হয়েছে—এ ব্যাপারে আমি কিছুই জানি না। তাই আমি সজ্ঞানে স্বেচ্ছায় এ পদ থেকে পদত্যাগ করছি।
এর আগে মুকসুদপুর উপজেলা থেকে ১৬ জন এবং টুঙ্গিপাড়া ও কাশিয়ানী থেকে দুজন করে মোট চারজনসহ সর্বমোট ২০ নেতাকর্মী আওয়ামী লীগের রাজনীতি থেকে পদত্যাগ করেছেন।
** গোপালগঞ্জে দুই দিনে আ. লীগ থেকে ১৪ নেতার পদত্যাগ
এসআরএস