গণঅধিকার পরিষদের (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঘোষিত কর্মসূচি শুরু হওয়ার আগেই বরিশাল শহরের অশ্বিনী কুমার (টাউন) হলের সামনে দাঁড়িয়ে থাকা জাতীয় নাগরিক পার্টির (এসিপি) নেতাদের পাশে হঠাৎ বিকট শব্দ হয়। এতে নেতাকর্মীসহ উপস্থিত সাংবাদিকরা আতঙ্কিত হয়ে পড়েন।
এনসিপির বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ মুসা বলেন, দুপুর ১২টায় ঘোষিত কর্মসূচির জন্য আমরা টাউন হলের সামনে অবস্থান করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে ঘুরে দেখি কয়েকজন সাংবাদিক বস্তুটিকে শনাক্ত করছেন এবং ছবি তুলছেন।
তিনি আরও বলেন, আমার কাছে মনে হচ্ছে— দেশকে অস্থিতিশীল করতে একটি মহল এভাবে বিপ্লবীদের ভয় দেখানোর চেষ্টা করছে। গতকাল নুরুল হক নুরুর ওপর হামলার ঘটনাও একই ষড়যন্ত্রের অংশ। ফ্যাসিস্ট গোষ্ঠী নানা উপায়ে আমাদের ভয় দেখাতে চাইছে। কিন্তু আমরা ভয় পাই না, হতাশও হই না। গণঅভ্যুত্থানের সময় যেমন সামনে ছিলাম, এখনো আছি। আসলে বেঁচে থাকা আমাদের কাছে বোনাস লাইফ— আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। যারা এর সঙ্গে জড়িত তাদের বিষয়ে প্রশাসনকে তদন্ত করতে হবে।
ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারেননি।
এমএস/এমজে