গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরুর ওপর হামলার প্রতিবাদ এবং ফ্যাসিস্ট সরকারের দোসর জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে (৩০ আগস্ট) জেলা শহরের চৌরঙ্গি মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে একাত্মতা জানিয়ে অংশ নেয় জাতীয় নাগরিক পাটি (এনসিপি) নীলফামারীর নেতাকর্মীরা।
গণঅধিকার পরিষদ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এনসিপি জেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ ও সদস্য আখতারুজ্জামান, গণঅধিকার পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এ কে উদার, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ওমর ফারুক, জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক সাদমান শাকিল বক্তব্য দেন।
বক্তারা ২৯ আগস্ট (শুক্রবার) রাতে ভিপি নুরের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি নিষিদ্ধ এবং গোলাম মোহাম্মদ কাদেরকে গ্রেফতারের দাবি করেন।
গণঅধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের নেতার কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে। ভিপি নুর একদিনে তৈরি হয়নি মন্তব্য করে তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের অন্যতম কারিগর ছিলেন ভিপি নুর।
সমাবেশের আগে জেলা শহরের বড় বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন পর্যায়ের নেতারা কর্মসূচিতে অংশ নেন।
আরএ