ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, জয়দেবপুর-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, আগস্ট ২৮, ২০২৫
গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, জয়দেবপুর-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ফাইল ফটো

গাজীপুর: গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জামান জানান, যমুনা এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ময়মনসিংহের তারাকান্দা যাচ্ছিল। এক পর্যায়ে ট্রেনটি রাজেন্দ্রপুর রেলস্টেশনে পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের বগিটি লাইনে তোলার চেষ্টা করছে। তবে কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।