যশোর: যশোর-৬ (কেশবপুর) আসনসহ জেলার সকল সংসদীয় আসনের সীমানা অপিরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে কেশবপুর উপজেলা বিএনপি।
রোববার (২৪ আগস্ট) বেলা ১১টায় এই দাবিতে যশোর জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ঘেরাও করা হয় দলের পক্ষ থেকে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।
ঘেরাও চলাকালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জাতি যখন একটি সফল নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় মুখিয়ে আছে তখন একটি চক্র নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করার ষড়যন্ত্র করছে।
এই চক্র দেশকে আবারো অস্থিতিশীল করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে। সুকৃতি কুমার মন্ডল নামে এক ব্যক্তি চক্রের দোসর হিসেবে যশোরের আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্রমূলক একটি আবেদন করেছেন। অবাক করার বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই আবেদনে সাড়া দিয়ে যশোরের ছয়টি সংসদীয় আসন পুনর্বিন্যাসের ঘোষণা দিয়েছে। যা গ্রহণযোগ্য না।
নেতৃবৃন্দ বলেন, এই চক্রান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে যশোরের মানুষের নির্বাচনী সংষ্কৃতি, ঐতিহ্য, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্ট করার যে কোনো প্রক্রিয়া তীব্র আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করা হবে।
কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ যশোরের ছয়টি আসনের বর্তমান সীমানা অনুযায়ী নির্বাচন সরকার ঘোষিত ফেব্রুয়ারি মাসের মধ্যে অনুষ্ঠানের দাবি জানানো হয়।
এসএইচ