ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

কোনাবাড়ীতে ককটেল ফাটিয়ে ব্যবসায়ীর আড়াই লাখ টাকা লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৪, আগস্ট ২৪, ২০২৫
কোনাবাড়ীতে ককটেল ফাটিয়ে ব্যবসায়ীর আড়াই লাখ টাকা লুট গাজীপুরের মানচিত্র

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন বাইমাইল সাইনবোর্ড এলাকায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ও ককটেল ফাটিয়ে আড়াই লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল সাইনবোর্ড এলাকার আব্দুল মান্নানের ছেলে আমিনুল ইসলাম (৩৮)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাইমাইল সাইনবোর্ড এলাকায় দীর্ঘদিন ধরে বিকাশের ব্যবসা করেন আমিনুল ইসলাম। রাতে তিনি দোকান বন্ধ করে বিকাশের নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় একটি গাড়ি থেকে দুইজন লোক নেমে তার গতিরোধ করে। এক পর্যায়ে আমিনুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করলে ওই দুইজন তাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। পরে আমিনুল ইসলামের সঙ্গে থাকা নগদ আড়াই লাখ টাকা ও পাঁচটি মোবাইল লুট করে নিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে দুইটি ককটেল ফাটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় চন্দ্র দাস জানান, বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়ার সময় তারা দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

আরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।