বরিশালের উজিরপুর ও মেহেন্দিগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উজিরপুরের পূর্ব নারায়ণপুর ও মেহেন্দিগঞ্জের চরহোগলা গ্রামে পৃথক দুই ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো, উজিরপুর উপজেলার পূর্ব নারায়নপুর গ্রামের বাসিন্দা ঝন্টু হাওলাদারের ছেলে মো. তওহিদ (৬) ও শরিফ খানের ছেলে ছেলে মো. শাফিন (৭), মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামের পান্না সরদারের দুই কন্যা আলিয়া (৪ বছর ৬ মাস) ও আয়শা (৩ বছর ৬ মাস)।
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম শাহীন বলেন, তওহিদ ও শাফিন পুকুরের পাড়ে খেলছিল। সবার অজান্তে দুইজনে পুকুরের পানিতে ডুবে যায়। দুপুর দুইটার দিকে শাফিন খানের লাশ ভেসে উঠে। পরে পুকুরে সন্ধান করে ডুবন্ত অবস্থায় তাওহীদকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবার নিয়ে এসেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, আমাদের কেউ জানায়নি। এখন খবর নিচ্ছি।
অপরদিকে মেহেন্দিগঞ্জ থানার ওসি ফখরুল ইসলাম বলেন, পান্না সর্দার একজন প্রবাসী। তার স্ত্রী দুই কন্যা আলিয়া ও আয়সাকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন। তাদের ঘরের সামনে উঠানে খেলাধুলা করতে পুকুর পাড়ে ঘাটে যায়। কিছুক্ষণ পরে পান্নার সরদারের স্ত্রী মুন্নি বেগম দুই কন্যাসন্তানকে উঠানে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে। পরে পুকুর পাড়ে গিয়ে দেখতে পায় দুই কন্যাসন্তান পুকুরে পানিতে ভাসছে। তিনি চিৎকার করলে প্রতিবেশীরা এসে পুকুর থেকে দুইজনকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। কারো অভিযোগ না থাকা দুই কন্যার লাশ মা মুন্নি বেগমের কাছে হস্তান্তর করা হয়।
এমএস/এএটি