ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

সারাদেশ

দিনমজুরের একটি ফ্যান ও বাতির বিদ্যুৎ বিল দেড় লাখ!  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, আগস্ট ১৯, ২০২৫
দিনমজুরের একটি ফ্যান ও বাতির বিদ্যুৎ বিল দেড় লাখ!   ভুল ও সংশোধিত বিলের কপি

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির এক দিনমজুর গ্রাহকের একটি ফ্যান ও বাতির বিদ্যুৎ বিল এসেছে এক লাখ ৬৭ হাজার ৯৫ টাকা এসেছে।  

আগস্ট মাসের এ বিলের বিলম্ব ফি ধরা হয়েছে আরও সাত হাজার ৫৯৫ টাকা।


 
সাধারণত মাসিক ২০০-৩০০ টাকার বেশি বিল আসে না  জানিয়ে ভুক্তভোগী গ্রাহক কাজী ছাওধন মিয়া বলেন, আমি শুধু একটি বাতি ও একটি ফ্যান চালাই। বিল দেখে অবাক হয়েছি। অফিসে দুদিন গেলাম, তারা বলেছে, ঠিক করা হবে।
 
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির নবীগঞ্জ অফিসের ডিজিএম মো. আসাদুজ্জামান জানান, গরমের সময়ে বেশি বিদ্যুৎ বিল আসা স্বাভাবিক। তবে দিনমজুর কাজী ছাওধন মিয়ার বিল কম্পিউটারের ভুলের কারণে হয়েছে। বিল প্রস্তুতকারী ক্ষমা দাশকে সতর্ক করা হয়েছে। বিল সংশোধন করা হয়েছে। সংশোধিত বিল ৫৭০ টাকা।
 
ছাওধন মিয়া নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের বাসিন্দা।
 
এছাড়া স্থানীয় গ্রাহকরা বলছেন, আগস্ট মাসে নিয়মিত ২০০-৩০০ টাকা বিলের বদলে এক হাজারের বেশি টাকা এসেছে।  

দক্ষিণ দৌলতপুরের কাজল মিয়া বলেন, তার প্রতিবেশীর মিটারে ১২২০ ইউনিট, বিল-এ ১৩০০ ইউনিট লেখা। একেকজনকে দেড় থেকে দুই গুণ বিল ধরিয়ে দেওয়া হচ্ছে।
 
ব্যবসায়ী আলী হোসেন বলেন, অন্যান্য সময় সাধারণত তার ৬০০-৮০০ টাকা বিল আসে, এবার এক হাজার ৬০০ টাকা এসেছে।
 
জানা গেছে, নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা প্রায় চার লাখ ৫০ হাজার গ্রাহক অন্তর্ভুক্ত। এর মধ্যে চারটি উপজেলায় ২৪টি চা-বাগান, সরকারি-বেসরকারি অফিস ও শিল্প কারখানা রয়েছে।  

প্রায়ই গ্রাহকরা অতিরিক্ত বিল আসার অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে থাকেন।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ