ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

সারাদেশ

মাগুরায় ঝগড়ার সময় অসুস্থ হয়ে মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, আগস্ট ১৯, ২০২৫
মাগুরায় ঝগড়ার সময় অসুস্থ হয়ে মৃত্যু

মাগুরা: প্রতিবেশীর সাথে কথা কাটাকাটির সময় অসুস্থ হয়ে মলিনা বেগম (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।  

সোমবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরা সদর উপজেলার হাজরাপুর আদর্শপাড়া আশ্রয়ন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা ইয়াসিনের সাথে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে একই কেন্দ্রের বাসিন্দা দীপা, শান্তি, মেরিনা বেগম ও রুপার ঝগড়া হয়।

এ সময় ইয়াসিনের মা মলিনা বেগম সেখানে যেয়ে ঝগড়ায় জড়িয়ে যান। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়রা তাকে এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়ায় শারীরিক অবস্থার অবনতি হলে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে তার মৃত্যু হয়।  

মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।