ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

সারাদেশ

২২ কেজির কোরাল ৩৪ হাজার টাকায় বিক্রি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, আগস্ট ১৬, ২০২৫
২২ কেজির কোরাল ৩৪ হাজার টাকায় বিক্রি! ২১ কেজি ৮০০ গ্রাম ওজনের কোরাল

পটুয়াখালী জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বড় কোরাল মাছ। নিলামের মাধ্যমে মাছটি ৩৩ হাজার ৭৯০ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে লেম্বুর চর এলাকায় মাছটি শিকার করেন স্থানীয় জেলে আল-আমিন খাঁ। পরে বেলা ১১টার দিকে তিনি মাছটি কুয়াকাটা মাছ বাজারের খান ফিস আড়তে নিয়ে আসেন। বড় আকারের কোরালটি দেখতে শত শত উৎসুক জনতা ভিড় জমায়।

জেলে আল-আমিন খাঁ জানান, ডিঙি ট্রলার নিয়ে মাছ ধরতে বের হয়ে তিনি সাগরের উপরিভাগে ভাসমান অবস্থায় কোরালটি দেখতে পান। পরে সহযাত্রী জেলেদের সহযোগিতায় দু’দফা জাল ফেলে মাছটি ধরতে সক্ষম হন। পরে নিলামের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী খলিল প্রতি কেজি ১ হাজার ৫৫০ টাকা দরে মোট ৩৩ হাজার ৭৯০ টাকায় মাছটি কিনে নেন।

স্থানীয়রা বলেন, বঙ্গোপসাগরে বড় সাইজের কোরাল মাছ ধরা পড়া শুধু জেলেদের জন্য নয়, বরং পুরো উপকূলীয় অঞ্চলের জন্যই আনন্দের সংবাদ।

এ বিষয়ে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাধারণত এতো বড় আকারের কোরাল সচরাচর জেলেদের জালে ধরা পড়ে না। তবে মৌসুমে আরও বড় মাছ জেলেদের জালে ধরা পড়তে পারে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।