ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

সারাদেশ

ব্যবসায়ীকে বালিতে পুঁতে চাঁদা আদায়ের হোতা যশোরের জনি সঙ্গীসহ গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, আগস্ট ১৪, ২০২৫
ব্যবসায়ীকে বালিতে পুঁতে চাঁদা আদায়ের হোতা যশোরের জনি সঙ্গীসহ গ্রেপ্তার যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার জনি (বায়ে) ও তুহিন (ডানে)

যশোর: ধরা পড়লেন যশোরের অভয়নগরে ব্যবসায়ীকে বালির মধ্যে পুঁতে রেখে চাঁদা আদায়ের ঘটনায় বিএনপি থেকে বহিষ্কৃত আসাদুজ্জামান জনি। সাথে গ্রেপ্তার হয়েছেন জনির সহযোগী চলিশিয়া ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার তুহিন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে খুলনা থেকে যৌথবাহিনী তাদেরকে গ্রেপ্তার করে বলে জানা গেছে। বর্তমানে জনির মালিকানাধীন ‘কণা ইকো পার্কে’ র‍্যাব, ডিবি ও সেনাবাহিনীর সমন্বিত দল অভিযান চালাচ্ছে।

আটক আসাদুজ্জামান জনি নওয়াপাড়া বাজার গরুহাটা এলাকার কামরুজ্জামান মজুমদারের ছেলে। অপর আটক তুহিন চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের মাহমুদ শেখের ছেলে।  

মামলা সূত্রে জানা যায়, গত ২ আগস্ট নওয়াপাড়ার ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে অস্ত্রের মুখে বালির মধ্যে পুঁতে রেখে চার কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে ভুক্তভোগীর স্ত্রী আসমা খাতুন অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় জনির বাবাকেও আটক করা হয়েছে।

আসাদুজ্জামান জনি নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আগেই বহিষ্কার করা হয়।  

সূত্র জানায়, জনির বিরুদ্ধে ঘাট-গোডাউন দখল, চাঁদাবাজি এবং কৃষকদল নেতা তরিকুলের আলোচিত হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

ডিবি যশোরের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া বলেন, অভিযান এখনো অব্যাহত রয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।