ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

সারাদেশ

বগুড়ায় সুদের টাকা নিয়ে বিরোধে যুবক খুন, কিশোর গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, আগস্ট ১৪, ২০২৫
বগুড়ায় সুদের টাকা নিয়ে বিরোধে যুবক খুন, কিশোর গ্রেপ্তার রাসেল

বগুড়ায় সুদের টাকা নিয়ে বিরোধে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

নিহতের নাম রাসেল (২৮)।

তিনি শহরতলীর চক সরতাজ সুলতানপুর গ্রামের আবু বক্করের ছেলে এবং বগুড়া ডায়াবেটিস হাসপাতালে নিরাপত্তা প্রহরীর কাজ করতেন।  

বুধবার (১৩ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এই খুনের ঘটনা ঘটে।

হত্যার ঘটনায় জড়িত একমাত্র অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাছির এ তথ্য নিশ্চিত করেছেন।
 
পুলিশ জানায়, একই গ্রামের এক কিশোর কয়েক মাস আগে কক্সবাজার বেড়াতে যাওয়ার সময় রাসেলের কাছ থেকে ৮ হাজার টাকা ধার নেয়। সেই টাকা সুদে আসলে রাসেল ২২ হাজার দাবি করেন। এতে ওই কিশোর ক্ষুদ্ধ হয়। বুধবার রাতে রাসেলের ফোনে ম্যাসেজ দিয়ে তাকে বাড়ির বাহিরে আসতে বলে। রাত সাড়ে ১২টার দিকে রাসেল বাড়ি থেকে বের হলে কিছু বুঝে ওঠার আগেই ওই কিশোর রাসেলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরিবারের লোকজন রাসেলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বগুড়া সদর থানার ওসি বলেন, ঘটনার পরপরই ওই কিশোর বাসে করে ঢাকায় পালিয়ে যাচ্ছিল। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় সিরাজগঞ্জ এলাকায় বাস থামিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর পুলিশকে জানায় ধার করা ৮ হাজার টাকা সুদসহ ২২ হাজার দাবি করায় ক্ষুদ্ধ হয়ে সে রাসেলকে খুনের পরিকল্পনা করে। বুধবার সন্ধ্যায় শহর থেকে ওই কিশোর ৪০ টাকা দিয়ে একটি চাকু কিনে। এরপর রাত সাড়ে ১২টার দিকে রাসেলকে বাড়ি থেকে ডেকে খুন করে।

রাসেলের লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।