ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

সারাদেশ

সফরসঙ্গীদের নিয়ে বান্দরবানে সারজিস আলম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৯, আগস্ট ৭, ২০২৫
সফরসঙ্গীদের নিয়ে বান্দরবানে সারজিস আলম সারজিস আলম

সফরসঙ্গীদের নিয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে বান্দরবান জেলার থানচি উপজেলার সদর থেকে চার কিলোমিটার দূরে পর্যটনকেন্দ্র ‘তমা তুঙ্গী’ গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

কক্সবাজারে ঘুরতে যাওয়া এনসিপির পাঁচ শীর্ষ নেতাকে ঘিরে নানা আলোচনা-সমালোচনার মধ্যে দলটির নেতা সারজিস আলম সস্ত্রীকে বান্দরবানে এসেছেন বলে পুলিশ জানতে পেরেছে।

সারজিস আলম স্ত্রীকে নিয়ে লামা উপজেলার প্রবেশমুখ ইয়াংছা চেকপোস্ট সকাল ৯টা ৮ মিনিটে অতিক্রম করেন বলে সেখানকার থানার ওসি তোফাজ্জল হোসেন জানান।

দুপুরে তিনি ও তার স্ত্রী থানচি থেকে বান্দরবান শহরের দিকে রওনা দেন বলে পুলিশ ও এনসিপির স্থানীয় নেতা জানিয়েছেন।

কাউকে না জানিয়ে ৫ অগাস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণঅভুত্থান দিবস’র মতো ‘গুরুত্বপূর্ণ দিবসে’ এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তার স্ত্রী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সারজিস আলম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজার যান।

সংবাদমাধ্যমের খবরের বলা হয়, দুপুরে একটি হোটেলে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বলে কক্সবাজারে খবর ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বুধবার পাঁচ নেতাকে শোকজ করেছে দলটি।

শোকজের জবাব সশরীরে হাজির হয়ে দেওয়ার জন্য পাঁচ নেতাকে ২৪ ঘণ্টা সময় দেয় এনসিপি। সেই হিসেবে তাদের বৃহস্পতিবারের মধ্যেই জবাব দেওয়ার কথা রয়েছে।
এর মধ্যে গোয়েন্দাদের মাধ্যমে সারজিস আলম ও তার স্ত্রীর লামায় পৌঁছার খবর জানতে পারেন বলে জানান এনসিপির স্থানীয় এক নেতা।

এনসিপির বান্দরবান জেলার কমিটির যুগ্ম সম্পাদক  বলেন, উনি (সারজিস আলম) বান্দরবান জেলা সফর করবেন এরকম কোনো তথ্য আমাদের জানানো হয়নি। পরে জানতে পারি, উনি লামা ও আলীকদম দুই উপজেলা ভ্রমণ করেছেন। এই দুই উপজেলা ভ্রমণ শেষ করে থানচিতেও গিয়েছেন।

‘দুপুরে যখন থানচি থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেবেন তখনই গোয়েন্দাদের মাধ্যমে উনার বান্দরবানের আসার খবর পাই। এর আগে আমরা কেউ জানতাম না। ’

বান্দরবানে পৌঁছে জেলার এনসিপি নেতাদের সঙ্গে কোনো সৌজন্য সাক্ষাৎ হবে কি-না জানতে চাইলে ওই নেতা বলেন, যতটুকু জানি, এটা উনার ব্যক্তিগত সফর। শুনলাম, তিনি একাই এসেছেন। বান্দরবান হয়ে হয়ত চট্টগ্রাম বা ঢাকা কোথাও চলে যাবেন।

লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, লামায় তাদের (সারজিস আলম) কোনো কর্মসূচি ছিল না। তারা এসেছেন শুনেছি। লামা প্রবেশমুখে ইয়াংছা চেকপোস্টে তারা সকাল ৯টা ৮মিনিটে ক্রস করেছেন। শুনলাম, আলীকদমের দিকে চলে গেছেন।

থানচি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, সারজিস আলম থানচি আসছেন বলে শুনেছি। তবে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এর বাইরে তারা কখন আসছেন, কখন গেছেন আমরা জানি না।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।