ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

সারাদেশ

রংপুরে আনজুমান হত্যা মামলায় একজনের ফাঁসি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, আগস্ট ৭, ২০২৫
রংপুরে আনজুমান হত্যা মামলায় একজনের ফাঁসি  আরমান আলী, বাঁ থেকে দ্বিতীয়

রংপুর: রংপুর জেলা প্রশাসকের (ডিসি) অফিসের সাবেক হিসাব সহকারী আনজুমান আরা বানু হত্যা মামলায় আরমান আলী নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এসময় ৩০ হাজার টাকা জরিমানাও করা হয় আসামিকে।


 
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ আদেশ দেন।  
 
রাষ্টপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল জানান, ২০২০ সালের ১৯ মে রংপুর মহানগরের দক্ষিণ মুলাটোল এলাকার বাসায় আনজুমান আরা বানুকে (৭০) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি রংপুর ডিসি অফিসের হিসাব সহকারী ছিলেন। এ ঘটনায় মৃতের স্বজন এনায়েত হোসেন মোহন বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে আরমান আলীকে গ্রেপ্তার করে। পরে আরমান হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তার নামে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আরমান আলী দোষি সাব্যস্ত হওয়ায় তাকে এ সাজা দেন আদালত।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।